নারায়ণগঞ্জনিউজফতুল্লা

ফতুল্লার দেলপাড়া লিটন জিনিয়াস স্কুল এন্ড কলেজের বিজ্ঞান মেলা ২০২৩ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ ৭১.কম:- ফতুল্লা প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া লিটন জিনিয়াস স্কুল এন্ড কলেজের উদ্যোগে বিজ্ঞান মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২১শে অক্টোবর সকাল ৯ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিজ্ঞান মেলায় বিভিন্ন বিষয় ভিত্তিক প্রদর্শনী প্রদর্শন করে।

এ সময় ছাত্রছাত্রীরা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সহ আধুনিক যুগে বিজ্ঞান কতটুকু এগিয়ে গেছেন সে বিষয় নিয়ে নানা প্রদর্শনী করে দেখান এতে বিদ্যালয়ে কমিটির সকল নেতৃবৃন্দ ও অভিভাবকরা ঘুরে ঘুরে বাচ্চাদের প্রদর্শনী দেখতে থাকেন এবং তাদের কাছ থেকে বিভিন্ন ব্যাখ্যা জানতে থাকেন।

বিজ্ঞান মেলা ২০২৩ এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনিরুল আলম সেন্টু অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দেলপাড়া লিটন জিনিয়াস স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও বর্তমান কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

সাধারণ সম্পাদক সানাউল্লা সানি সহ অত্র বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মোঃ রোটারিয়ান মোজাম্মেল হোসেন।

বিজ্ঞান মেলায় প্রদর্শনীতে ছাত্রছাত্রীরা তাদের বানানো বিভিন্ন প্রদর্শনীতে দেখান কিভাবে আধুনিক যুগে বিজ্ঞানীর মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় করা যায় এবং বাড়ির আশপাশে গাছ লাগিয়ে কিভাবে অক্সিজেন পাওয়া যায়, তাছাড়াও মানব দেহের বিশেষ বিষয় নিয়ে বিশেষ বিশেষ প্রদর্শনী প্রদর্শন করে থাকেন স্কুলের ছাত্রছাত্রীরা।

এরকম প্রদর্শনী দেখে সকাল থেকেই বিভিন্ন অভিভাবক এবং আশপাশের লোকজন প্রদর্শনী দেখতে ছুটে আসেন স্কুল প্রাঙ্গণে সব মিলিয়ে উৎসবমুখর একটি পরিবেশের মাধ্যমে দেলপাড়া লিটন জিনিয়াস স্কুল এন্ড কলেজের বৃহত্তর এই বিজ্ঞান মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ সকাল থেকেই ঘুরে ঘুরে প্রত্যেকটি স্টলে ছাত্র-ছাত্রীদের বানানো বিভিন্ন প্রদর্শনী প্রদর্শন করেন। স্কুল কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন আধুনিক যুগে বিজ্ঞান ও বিজ্ঞানী কতটুকু এগিয়ে চলেছেন সেটি আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন মাধ্যমে এবং প্রদর্শনী করে দেখানোর চেষ্টা করছেন।

বিজ্ঞান মানুষের জন্য কতটা উপকারিতা এবং ডিজিটাল যুগে বিজ্ঞানের কতটুকু এগিয়ে সেই ভূমিকা আমাদের কে বোঝানোর জন্যই এই প্রদর্শনী প্রদর্শন করেছেন আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীরা আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button