নারায়ণগঞ্জনিউজ

ফটো সাংবাদিক সেন্টুর দাফন সম্পন্ন, শ্রদ্ধাঞ্জলি বিভিন্ন সংগঠনের

নারায়ণগঞ্জ ৭১.কম:- দৈনিক ইনকিলাবের সিনিয়র ফটো সাংবাদিক জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জের শুকতারা সংসদের সাবেক ফুটবলার হাজী মতিউর সেন্টুর (৫২) নামাজে জানাজা আজ বৃহস্পতিবার বাদ যোহর নারায়ণগঞ্জের ২নং বাবুরাইল জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

মরহুম হাজী মতিউর সেন্টুর নামাজে জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শফিউদ্দিন বিটু,বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বতর্মান কমিকমিটির সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন, দৈনিক ইনকিলাবের চীফ ফটোগ্রাফার ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ইকবাল হাসান নান্টু, রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য মো.শামসুল ইসলাম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদস‍্য দৈনিক সমকালের সিনিয়র ষ্টাফ ফটো সাংবাদিক সাজ্জাদ নয়ন।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারাণগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি তাপস সাহা, সাবেক সভাপতি মাহমুদ হাসান কচি,হাজী হাবিবুর রহমান শ্যামল, বর্তমান সভাপতি এনামূল হক সিদ্দিকী ও সাধারণ সম্পাদক কেএইচ মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান উল রাজিব, অর্থ সম্পাদক মোহাম্মদ কাইয়ুম খাঁন,প্রচার সম্পাদক শহীদ হোসেন,নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নেতা মো. মাসুম বিল্লাহ, সিনিয়র ফটো জার্নালিস্ট আব্দুল আলিম ভূঁইয়া, মুক্তার হোসেন, দৈনিক সরেজমিনের ফটো জার্নালিস্ট এইচ এম আমজাদ হোসেন মোল্লা ।
শুকতারা সংসদের বর্তমান ও সাবেক সদস্যরা,নেতৃবৃন্দ মরহুম সেন্টুর কফিনে ফুলের তোড়া দিয়ে সম্মান জানান।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর ইতালির নেপলীতে হৃদরোগে আক্রান্ত হয়ে ফটো জার্নালিস্ট মতিউর সেন্টু ইন্তেকাল করেন। গতকাল ভোরে ইতালি থেকে একটি ফ্লাইট যোগে মরহুম মতিউর সেন্টুর লাশ হযরত শাহজালাল (রহ.) আন্তর্জতিক বিমান বন্দরে এসে পৌঁছে। সেন্টুর লাশ তার নারায়ণগঞ্জের বাসায় পৌঁছলে পরিবারের মাঝে কান্নার রোল পড়ে যায়। তার লাশ এক নজর দেখার জন্য মহল্লার লোকজন সহ দূর-দুরান্ত থেকে শুভাকাঙ্খিরা বাসায় ভিড় জমায়।

চার বছর আগে সেন্টুর ছোট ছেলে মারা যায়। গত মার্চ মাসে সেন্টুর বড় ছেলে সিয়াম ইন্তেকাল করেছেন। মরহুম সেন্টু পুর্তগালে চাকরি করেতেন।

তিন মাস আগে সে ইতালির নেপলী শহরে গিয়ে চাকরি করতেন। ফটো জার্নালিস্ট মতিউর সেন্টুর ইন্তেকালে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি ও ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকীব এক বিবৃতিতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।পরে স্থানীয় পাইকপাড়া কবরাস্থনে ছেলে সিয়ামের কবরের পাশে মতিউর সেন্টুর লাশ দাফন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button