নিউজবিনোদন

বিজ্ঞাপন দিয়ে পাত্রী খোঁজার গল্প এটি

‘আরও এক পৃথিবী’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছে বাংলাদেশের ছোট পর্দার তারকা তাসনিয়া ফারিণের। অতনু ঘোষ পরিচালিত ছবিটি গত ফেব্রুয়ারি মাসে ভারতে মুক্তি পায়। প্রথম ছবিতেই বেশ আলোচনায় আসেন ফারিণ। কলকাতার পরিচালকদের নজর কাড়েন। সেই সময় ফারিণ বাংলাদেশের গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘আরও এক পৃথিবী’ ছবি মুক্তির পর কলকাতার বেশ কয়েকটি ছবিতে কাজের প্রস্তাব আছে তাঁর। প্রায় আট মাস পর নতুন খবর দিলেন ফারিণ। কলকাতার আরও একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী। ‘পাত্রী চাই’ নামে ছবিটি পরিচালনা করছেন বিপ্লব গোস্বামী। চিত্রনাট্যও তাঁর নিজের। ছবিতে আলো চরিত্রে দেখা যাবে ফারিণকে।

মঙ্গলবার কথা হয় তাসনিয়া ফারিণের সঙ্গে। ছবিটি করার ব্যাপারে ফারিণের বক্তব্য, ‘একবার পড়ার পর আর দ্বিতীয়বার পড়তে হয়নি চিত্রনাট্যটি। খুবই সুন্দর একটি গল্প। আমার খুব পছন্দ হয়েছে। আমার চরিত্রটি ধরেই গল্প এগোয়। এ ধরনের গল্পেই আমি সব সময় কাজ করতে চেয়েছি।’

কাজটিতে সুযোগ হলো কীভাবে, জানতে চাইলে ফারিণ বলেন, ‘মাস দু-এক আগের ঘটনা হবে। আমি ওই সময় “পূর্ণমিলনী” ওয়েব ফিল্মের শুটিং করছিলাম। এর মধ্যে বাংলাদেশের পরিচালক দীপংকর দীপন আমার সঙ্গে যোগাযোগ করেন। তাঁর কাছ থেকে জানতে পারি, কলকাতার বিপ্লব গোস্বামী আমাকে খুঁজছেন। বিপ্লব দাদার সঙ্গে দীপনদার আগেই সম্পর্ক ছিল। যাহোক, এরপর আমি, পরিচালক ও দীপন দাদা কয়েকবার জুম মিটিং করি। আমাকে গল্প পাঠানো হয়। পড়ে পছন্দ হয়। এরপর কথাবার্তা সব ঠিকঠাক হলো, কাজটি চূড়ান্ত করলাম।’

কিছুটা আফসোস করে ফারিণ বলেন, ‘কলকাতার পরপর দুটি ছবিতে অভিনয় করা হয়ে যাচ্ছে আমার। অথচ দেশের সিনেমায় এখনো অভিনয় করতে পারলাম না। একটা ছবিতে সবকিছু ঠিকঠাক হওয়ার পরও শেষ পর্যন্ত সরে আসতে বাধ্য হয়েছি। তবে পছন্দের গল্পের দেশীয় সিনেমায় কাজের জন্য অপেক্ষায় আছি আামি।’
গল্প সম্পর্ক বিস্তারিত জানাতে চাননি ফারিণ। এতটুকুই জানিয়েছেন বিজ্ঞাপন দিয়ে পাত্রী খোঁজার একটি ঘটনা নিয়ে ছবিটি এগিয়েছে।
‘পাত্রী চাই’ হবে বিপ্লব গোস্বামীর প্রথম পরিচালিত সিনেমা। তিনি সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে ফিল্ম এডিটিংয়ের ওপর তৃতীয় ব্যাচের ছাত্র ছিলেন। এরই মধ্যে বলিউডের বেশ কিছু হিন্দি ফিচার ফিল্মেরও সম্পাদনা করেছেন তিনি। একাধিক চিত্রনাট্য লিখেছেন, নির্মাণ করেছেন তাঁর নিজেরই লেখা একাধিক টেলিছবি ও তথ্যচিত্র। তাঁর কাহিনি লেখা সিনেমা ‘লাপতা লেডিস’ প্রযোজনা করেছেন বলিউডের অভিনেতা আমির খান। ছবিটির টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে এবার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। বর্তমান বিপ্লব গোস্বামী ভারতে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ফিল্মের ওপরে ক্লাস নেন।

ছবিতে তাসনিয়া ফারিণকে নেওয়ার ব্যাপারে এই পরিচালক ও কাহিনিকার বলেন, ‘আমি যখন চিত্রনাট্যটি লিখি, তখন এই আলো চরিত্রটি নিয়ে আলাদা করে কাউকে ভাবিনি। লেখা শেষ করার পর তাসনিয়া ফারিণের কথা মাথায় আসে। তত দিনে আমি তাঁর “কারাগার” ও “লেডিস অ্যান্ড জেন্টলম্যান” দেখা শেষ করেছি। দারুণ অভিনয় করেছেন তিনি। এরপর তাঁর আরও কিছু নাটক দেখলাম। গভীরতা ও স্বতঃস্ফূর্ততা দুটোই আছে তাঁর অভিনয়ের মধ্যে। আলো চরিত্রে দারুণ মানাবে তাঁকে।’
জানা গেছে, আগামী ৩০ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে শুটিং হবে। মাঝে একটা বিরতি দিয়ে নভেম্বরে শেষ হবে ছবির শুটিং।
ছবিতে ফারিণের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অর্জন চক্রবর্তী। আরও আছেন সব্যসাচী চক্রবর্তী, মমতা শংকর প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button