নিউজশিক্ষা

চুয়েট, কুয়েট ও রুয়েটে ভর্তি: ফি না দিলে ১৭ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি বাতিল

প্রকৌশল গুচ্ছভুক্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিভিন্ন বিভাগে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য প্রার্থীদের বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দিলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।

ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়েট, কুয়েট ও রুয়েটের বিভিন্ন বিভাগে স্নাতক প্রথম বর্ষ/লেভেল-১ (শিক্ষাবর্ষ ২০২২-২০২৩)–এর ভর্তির জন্য তৃতীয় ভর্তির পর অপেক্ষমাণ তালিকার ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৫৭৭৩ থেকে ৫৭৮৬ মেধাতালিকা পর্যন্ত এবং স্থাপত্য বিভাগের ৩৫৪ মেধাতালিকার শিক্ষার্থীদের বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের তালিকা এর ওয়েবসাইটে (https://admissionckruet.ac.bd) দেওয়া হয়েছে।

প্রার্থীদের মেধাস্থান ও পছন্দক্রম অনুসারে বিশ্ববিদ্যালয় ও বিভাগ নির্ধারণ করে ১৮ সেপ্টেম্বর সকাল ১০টার মধ্যে ওয়েবসাইটে দেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৫৭৮৭ থেক ৫৮৯৬ মেধাতালিকা পর্যন্ত এবং স্থাপত্য বিভাগের ৩৫৬ থেকে ৩৮০ মেধাতালিকা পর্যন্ত শিক্ষার্থীরা প্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও বিভাগ না পাওয়ায় ভর্তির ফি জমা দেবে না। পরবর্তীকালে আসন খালি হওয়া সাপেক্ষে ভর্তির জন্য তাঁদের পর্যায়ক্রমে ডাকা হবে। ভর্তি ফি জমাদানের পর সব সনদপত্র ১৭ সেপ্টেম্বরের মধ্যে জমাদানে ব্যর্থ হলে তাঁর ভর্তি বাতিল করা হবে।

ভর্তির পরবর্তী তারিখ ২৪ সেপ্টেম্ব (রোববার)। আর ওরিয়েন্টেশন সভার সম্ভাব্য তারিখ ২৭ সেপ্টেম্বর। এরপর প্রথম কার্যদিবসে ক্লাস শুরু হবে। অনিবার্য কারণে ভর্তির তারিখগুলো পরিবর্তন করা হলে তা সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটের https://admissionckruet.ac.bd মাধ্যমে প্রকাশ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button