জাতীয়

এএসপি আনিসুল করিম হত্যা: চিকিৎসকসহ ১৫ জনের বিরুদ্ধে বিচার শুরু

জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম হত্যা মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুনসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলায় বিচার শুরু হলো।

ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম আজ মঙ্গলবার অভিযোগ গঠনের আদেশ দেন। আগামী ৯ নভেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

ওই আদালতের সহকারী সরকারি কৌঁসুলি সালাউদ্দিন হাওলাদার এসব তথ্য নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, এএসপি আনিসুল করিম হত্যা মামলায় চিকিৎসক আব্দুল্লাহ আল মামুনসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচারকাজ শুরু হলো। অভিযোগ গঠনের সময় আসামিরা আদালতের কাছে ন্যায়বিচার চান।

অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন মাইন্ড এইড হাসপাতালের পরিচালক আরিফ মাহমুদ, ফার্মাসিস্ট তানভীর হাসান, কর্মকর্তা সাখাওয়াত হোসেন, সাজ্জাদ আমিন, ফাতেমা খাতুন, হাসপাতালের সমন্বয়ক রেদোয়ান সাব্বির, কর্মচারী মাসুদ খান, জোবায়ের হোসেন, তানিফ মোল্লা, সজীব চৌধুরী, অসীম কুমার পাল, লিটন আহম্মেদ ও সাইফুল ইসলাম।

২০২০ সালের ৯ নভেম্বর আনিসুল করিমকে আদাবর থানাধীন মাইন্ড এইড হাসপাতালে নির্যাতন করে হত্যার অভিযোগে মামলা হয়। মামলাটি তদন্ত করে গত বছরের ১০ মার্চ ১৫ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় আদাবর থানা-পুলিশ। পরে আদালতে অধিকতর তদন্তের আদেশ দেন আদালত। গত বছরের ৩০ নভেম্বর চিকিৎসক আব্দুল্লাহ আল মামুনসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে সম্পূরক অভিযোগপত্র জমা দেয় পুলিশ ব্যুরো অব  ইনভেস্টিগেশন (পিবিআই)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button